যশোরের অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
যশোরে র্যাব-৬ অভিযান চালিয়ে একটে বিদেশী রিভলবার ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ মো. জসিম সরদার ( ৪০) নামের সন্ত্রাসীকে আটক করেছে।
রোববার (২৭ অক্টোবর) রাতে যশোরের অভয়নগর উপজেলার সিরাজকাঠি এলাকা থেকে আটক করা হয়।
আটক জসিম সরদার অভয়নগর উপজেলার অভয়নগর পৌরসভার ৭ নং সিরাজকাঠি ওয়ার্ডের মৃত আজাদ আলী সর্দারের ছেলে।
যশোর কর্মরত র্যাব-৬য়ের কোম্পানি অধিনায়ক মো. রাসেল জানান, র্যাবের কাছে গোপন খবর ছিল সিরাজকাটি এলাকায় সন্ত্রাসীরা অস্ত্র বহন করে মাদক কিনিবিকি করছে।এসময় র্যাব ঘটনার ছেলে অভিযান পরিচালনা করে একটি বিদেশি রিবলবর ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ জসিম সরদার কে আটক করা হয়।
কোম্পানি অধিনায় আরো জানায়,জসিম এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী। সে মাদক এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে দীর্ঘদিন ধরে জড়িত ছিল। আটক জসিমের বিরুদ্ধে অভয়নগর থানায় নিয়মিত অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।