বললেন বিএনপি নেতা শরিফ উদ্দিন
আগামী নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে হবে
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন বলেছেন, যুবকদের দেশ গঠনে দায়িত্ব পালন করতে হবে। শৃংখল ভাবে কাজ করতে হবে, তাহলে দেশ ও সমাজ এগিয়ে যাবে। আমি ৩৮ বছর শৃংখল বাহিনীর সাথে কাজ করেছি, আপনারাও শৃংখল ভাবে কাজ করবেন তাহলে দেশ এগিয়ে যাবে। ঐক্য থেকে দেশ গঠনে এগিয়ে যেতে হবে। আগামী নির্বাচনে ঐক্যমত থেকে ধানের শীষকে জয়ী করতে হবে। সবাইকে এক হয়ে কাঁধে কাঁধ রেখে ইস্পাত কঠিন ভাবে কাজ করতে হবে।
রোববার (২৭ অক্টোবর) গোদাগাড়ীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্যেিতিনি এসব কথা বলেন ।
মেজর জেনারেল (অঃ) শরিফ উদ্দিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কফিন কাঁধে নেওয়ার সৌভাগো আমার হয়েছিল। কফিনের গার্ড অফ অনারের দায়িত্ব আমার উপর ন্যস্ত হয়ে ছিল।
তিনি আরো বলেন, কোন নিরিহ মানুয়ের উপর অত্যাচার করা যাবে না। কাউকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো যাবে না। আমাদের দলের কোন নেতা কর্মি যদি এই রকম কাজ করে তাহলে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। দলে কোন শৃংখলা ভঙ্গকারীর আশ্রায় হবে না। নিজ দলের নেতা কর্মিদের এ বিষয়ে শর্তক করে দেন তিনি।
গোদাগাড়ী উপজেলা ও পৌরসভা, কাকনহাট পৌরসভা যুবদলের আয়োজনে গোদাগাড়ী উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান বিপ্লব এর সভাপত্বিতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন গোদাগাড়ী উপজেলা যুবদলের আহবায়ক মাসুদ রানা।
গোদাগাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান পাইলট, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুর রহমান সেলিম ও কাকনহাট পৌর যুদলের যুগ্ম আহবায়ক শেখ আরসালানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাকনহাট পৌরসভা যুবদলের আহবায়ক মষিউর রহমান, গোদাগাড়ী পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক মুকুল, রাজশাহী জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মাহফুজুর রহমান ডালিম, রাকিব রাজিব।
এ ছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও রাজশাহী জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র আনোয়ারুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক, সাবেক সদস্য সচিব মাহতাব উদ্দিন, কাঁকনহাট পৌর বিএনপির সেক্রেটারি হাবিবুর রহমান, গোগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই টুনু, গোদাগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহিদুর রহমান, রিশিকুল ইউনিয়ন বিএনপির সভাপতি হযরত আলী, উপজেলা মৎসজীবি দলের সভাপতি আব্দুল জলিল রবু, গোদাগাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডঃ মোঃ রফিকুল ইসলাম, গোদাগাড়ী উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক নাসিরুদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো রফিকুল ইসলাম, যুবনেতা মোস্তাফিজুর রহমান হিমেল, গোদাগাড়ী পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক কুরবান আলী, গোদাগাড়ী উপজেলা ছাত্রদল আহবায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ, রাজশাহী বিশ্ব বিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহŸায়ক নাসির আহমেদ, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক ইমরুল কায়েস ইমুসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।