সংবাদ শিরোনাম ::
বিওএর নতুন সভাপতি সেনাপ্রধান ওয়াকার
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (২৫ অক্টোবর) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিওএর সভাপতি নির্বাচিত হন তিনি।
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ সরে যাওয়ার পর থেকেই বিওএর সভাপতি পদ খালি ছিল। সেই পদ পূরণের লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলামকে নির্বাচন কমিশনার দায়িত্ব দেয়া হয়।
ওয়াকারের বিপরীতে কোনো মনোনয়নপত্র জমা না পড়ায় সেনাবাহিনীর প্রধানকে সভাপতি ঘোষণা করে বিজ্ঞপ্তিতে সই করেন কমিশনার আমিনুল।
নির্বাচনে ৭১ জন কাউন্সিলর খসড়া ভোটার ছিলেন। এর মধ্যে বেশ কয়েকজনকে জাতীয় ক্রীড়া পরিষদ আগেই অব্যাহতি দেওয়ায় পরে তালিকাটি দাঁড়ায় ৫২ জনের।