৬৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জের জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৬৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ রেজাউল হক খানের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামের নেতৃত্বে শুক্রবার (২৫ অক্টোবর) ভোর পৌনে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিরস্ত্র মো: মাহমুদুল হাসান ও এএসআই (নি:) মোহাম্মদ আব্দুল আলিম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মাধবপুর থানাধীন এলাকায় অভিযান চালায়। এ সময় উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর গ্রামের মাদক কারবারি জামাল মিয়ার বসতঘরে তল্লাশী চালিয়ে ৬৬ কেজি গাঁজাসহ মাদক কারবারীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার মাদককারবারী জামাল মিয়া (৩৩) হলো উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর গ্রামের আজিজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। এবং পলাতক আসামীকে গ্রেফতারের জন্য অভিযান চলমান থাকবে।