ঘূর্ণিঝড় দানা: বরিশালে ৬৫ ফুটের লঞ্চ চলাচল বন্ধ
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় দানার প্রভাবে বরিশালে বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকলেও বেলা ১১টার পর থেকে বেলা ১ টা পর্যন্ত অঝোরে বৃষ্টি হয়েছে। সন্ধ্যায়ও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
বিআইডব্লিটিএর সহকারি পরিচালক রিয়াদ হোসেন জানান, বেলা ১১ টা ১০ মিনিটে অভ্যন্তরীন রুটের ৬৫ ফুট মাপের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বরিশাল-ঢাকা রুটের লঞ্চ চলাচলে এখনও কোন নিষেধাজ্ঞাদেশ জারী করা হয়নি।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে জেলার ৫৪১টি আশ্রয় কেন্দ্র, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ ৭৯৮টি এবং ১৫০০ প্রাথমিক বিদ্যালয় ভবনও দুর্যোগকালে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া ত্রাণ কাজ পরিচালনার জন্য ১২ লাখ ২৬ হাজার নগদ টাকা, শিশু খাদ্যের জন্য ৫ লাখ ও গো খাদ্যের জন্য ৫ লাখ টাকা ও আশ্রয় কেন্দ্রে আগতদের জন্য ৫৬৯ টন মেট্রিক টন চাল বিতরনের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। প্রশাসনের সাথে সেনা বাহিনীর সদস্যরাও প্রয়োজনে সাহায্যে কাজে লাগবে।