ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

গৌরনদীতে যুবলীগ নেতাকে হাতুড়ি পেটা

প্রেমানন্দ ঘরামী, গৌরনদী (বরিশাল)
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহম্মেদ জয় (৩৫) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমাবর দুপুর দুইটার দিকে গৌরনদী পৌরসভার টরকী বন্দর হাইস্কুল রোডে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, আমার ভাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রাজু আহম্মেদ হারুনকে গ্রেফতারের পর গত ৫ অক্টোবর আমি ঢাকায় চলে আসি। এরপর থেকে আমার ছেলে জামিল আহম্মেদ জয় টরকী বন্দর হাইস্কুল রোড এলাকায় আমার ওষুধের দোকানে বসে বেচাকেনা করে আসছিলো।

আরও পড়ুন : স্বল্পদামে সবজি কিনতে শতশত নারী-পুরুষের ভীড়

সোমবার দুপুরে ওষুধের দোকান বন্ধ করে খাবার খেতে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এসময় আগে পূর্ব থেকে ওৎ পেতে থাকা যুবদলের কর্মী রিন্টু মিয়ার নেতৃত্বে ১০/১২ জন ব্যক্তি হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে তাকে (জয়) গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে (জয়) উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে জয় আত্মগোপনে চিকিৎসা নিচ্ছে।

অভিযুক্ত যুবদলকর্মী রিন্টু মিয়া বলেন, হামলার ঘটনার সাথে আমি জড়িত নাই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

উপজেলা যুবদলের আহবায়ক মো. মনির হাওলাদার বলেন, রিন্টু মিয়া যুবদলের কেউ নন। সে (রিন্টু) আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ও বিএনপির সময় বিএনপিকে সমর্থন করে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৌরনদীতে যুবলীগ নেতাকে হাতুড়ি পেটা

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহম্মেদ জয় (৩৫) কে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। সোমাবর দুপুর দুইটার দিকে গৌরনদী পৌরসভার টরকী বন্দর হাইস্কুল রোডে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন অভিযোগ করে বলেন, আমার ভাই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রাজু আহম্মেদ হারুনকে গ্রেফতারের পর গত ৫ অক্টোবর আমি ঢাকায় চলে আসি। এরপর থেকে আমার ছেলে জামিল আহম্মেদ জয় টরকী বন্দর হাইস্কুল রোড এলাকায় আমার ওষুধের দোকানে বসে বেচাকেনা করে আসছিলো।

আরও পড়ুন : স্বল্পদামে সবজি কিনতে শতশত নারী-পুরুষের ভীড়

সোমবার দুপুরে ওষুধের দোকান বন্ধ করে খাবার খেতে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এসময় আগে পূর্ব থেকে ওৎ পেতে থাকা যুবদলের কর্মী রিন্টু মিয়ার নেতৃত্বে ১০/১২ জন ব্যক্তি হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে তাকে (জয়) গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে (জয়) উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে জয় আত্মগোপনে চিকিৎসা নিচ্ছে।

অভিযুক্ত যুবদলকর্মী রিন্টু মিয়া বলেন, হামলার ঘটনার সাথে আমি জড়িত নাই। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

উপজেলা যুবদলের আহবায়ক মো. মনির হাওলাদার বলেন, রিন্টু মিয়া যুবদলের কেউ নন। সে (রিন্টু) আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ও বিএনপির সময় বিএনপিকে সমর্থন করে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।