চোরাই পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৪
- সংবাদ প্রকাশের সময় : ০৭:২৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
নীলফামারীর ডিমলা সীমান্তের চোরাই পথে ভারতে অনুপ্রবেশের প্রস্তুতিকালে হিন্দু সম্প্রদায়ের চার যুকবকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (২২ অক্টোম্বর) ভোররাতে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ খালপাড়া সীমান্ত দিয়ে পাড়া-পাড়ের সময় টহলরত সীমান্ত প্রহরী ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়ানের একটি চৌকস দল তাদের আটক করে সংশ্লিষ্ট ডিমলা থানায় সোপর্দ্দো করে।
আরও পড়ুন : রাষ্ট্রপতির পদ ছাড়তে সময় বেঁধে দিলো আন্দোলনকারীরা
আটককৃতরা হলো- ডিমলা নীলফামারী সদর উপজেলার চওড়াবড়ঘাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া সবুজপাড়া গ্রামের সুরেশ চন্ত্র রায়ের ছেলে হেমন্ত রায় (২৬), কিশামত বসিয়ানপাড়ার ডালিম চন্দ্র রায়ের ছেলে শংকর রায় (১৮),পলাশবাড়ী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের ললিত চন্দ্র রায়ের ছেলে উত্তম রায় (১৯) ও ডিমলা উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের শম্বু দত্তর ছেলে আনন্দ দত্ত (২৬)।
আরও পড়ুন : বইয়ের অপেক্ষায় একাদশের ১৩ লাখ শিক্ষার্থী
ডিমলা থানা ইনচার্জ ফজলে এলাহী জানান, হিন্দু সম্প্রদায়ের চার যুবক অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিজিবির হাতে অটক করে থানায় সোপর্দ্দো করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।