সংবাদ শিরোনাম ::
হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে যোগ দিচ্ছেন সমন্বয়ক হাসনাত-সারজিস
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
হাইকোর্ট ঘেরাও কর্মসূচিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। এদিকে, কর্মসূচিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বুধবার (১৭ অক্টোবর ) রাজু ভাস্কর্যের সামনে থেকে জড়ো হয়ে হাইকোর্ট মাজার গেট দিয়ে মিছিলটি শ্লোগানে শ্লোগানে হাইকোর্ট এনেক্স ভবনের সামনে আসে। এরপর সেখানে শিক্ষার্থীরা বসে থেকে শ্লোগান দিতে থাকেন।
‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারক’ উল্লেখ করে তাদের পদত্যাগের দাবিতে বুধবার সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। মঙ্গলবার রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে দিয়ে এই কর্মসূচির ডাক দেন তারা।