সংবাদ সম্মেলনে জানালো র্যাব
আন্দোলনে হামলা: ৩৯ প্রভাবশালী গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৩:১৬:১০ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
ছাত্র-জনতার গণ আন্দোলনে হামলার ঘটনায় এ পর্যন্ত ৩৯ জন প্রভাবশালীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাকিদের সন্ধানেও অভিযান অব্যাহত রয়েছে।
রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাহিনীর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ প্রভাবশালীদের গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিওতে যাদের ছাত্র-জনতার ওপর হামলা করতে দেখা গেছে তাদের ধরতেও অভিযান চলমান রয়েছে। কারও কাছে কোনো তথ্য থাকলে তা দিয়ে র্যাবকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।
লে. কর্নেল মুনিম ফেরদৌস বলেন, গত ৩০ সেপ্টেম্বর সদরঘাট থেকে শিশু আব্দুল্লাহ আল নূর তুষারকে অপহৃত হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পিরোজপুরের মঠবাড়িয়া থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তবে অপহরণকারীকে এখনও গ্রেফতার করা যায়নি।
এ সময় ৫ আগস্ট পরবর্তী সময়ে র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে বা পালিয়ে যায়নি বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।