সংবাদ শিরোনাম ::
রিমান্ডে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৪৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত এই রিমান্ড একটু মঞ্জুর করেন।
এর আগে সকালে আদালতে তোলা হয় সাবেক এই এমপিকে। রাউজানে ২০১৯ সালের একটি ঘটনায় দায়ের করা মামলায় ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরপর নগরের ভিন্ন দুইটি মামলায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট সরকার হাসান শাহরিয়ারের আদালতে তোলা হয়। সেখানে রিমান্ড চাইলে আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন এবং কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
এ সময় সাধারণ মানুষ ফজলে করিম চৌধুরীর বিচারের দাবিতে বিক্ষোভ করেন।