সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।
রোববার (১৫ সেপ্টেম্বর) অর্থ উপদেষ্টার সাথে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন ইউএসএআইডি’র সহকারী প্রশাসক অঞ্জলি কর।
তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এটির আওতায় সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দেয়া হবে। আমরা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে চাই।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক ও বাণিজ্য খাতে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। আগের চুক্তির সাথে আরও ২০০ মিলিনিয়ন ডলারের সহায়তা যোগ করা হয়েছে। পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে দেশটির সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন বাংলাদেশে সফররত মার্কিন প্রতিনিধি দল।