শিক্ষার্থীরা ধরলো ভেজাল মবিলের গোডাউন, জরিমানা লাখ টাকা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের শিক্ষার্থীদের হাতে ধরা পড়েছে শহরের বারান্দিপাড়া এলাকায় একটি ভেজাল মবিলের গোডাউন। খবর পেয়ে শিক্ষার্থীদের সাথে নিয়ে ওই ভেজাল মবিলের গোডাউনে অবিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর।
এ সময় ওই গোডাউনে মালিক গোলাম মোস্তফাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়৷
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।এর আগে ভেজাল মবিলের গোডাউনে অনুসন্ধান করতে গেলে তামিম আবু ওমামা ও শিল্পী খাতুনকে গোডাউনের কর্মচারীরা হেনস্তা ও লাঞ্চিত করে বলে অভিযোগ করেছেন ওই দুই শিক্ষার্থী।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপস্থিতিতে বারান্দি পাড়ায় একটি ভেজাল মবিলের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গোডাউনে ভেজাল মবিল ও মবিল প্যাকেটজাত করার ক্যান, বিভিন্ন মবিল কোম্পানির স্টিকার পাওয়া যায়। এ ঘটনায় গোডাউন মালিক গোলাম মোস্তফাকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে৷
এ অভিযানের সময় র্যাব ও পুলিশের একটি টিম ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।