সংবাদ শিরোনাম ::
বাশঁঝাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
সরকার লুৎফর রহমান,গাইবান্ধা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে এক বাঁশঝাড় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯ টায় উপজেলার কামদিয়া ইউনিয়নের চালিতা সড়কে দক্ষিণ চংগুরা আদিবাসী পাড়ায় জনি মুর্মুর বাঁশঝাড় এ মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
পরে গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মতিউর রহমান জানান, অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তার গায়ে নেভি ব্লু গেঞ্জি, গলায় গামছা ও পরনে জিন্সের প্যান্ট রয়েছে। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে তবে নিহতের গায়ে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।