সাংবাদিক সৈয়দ কামাল উদ্দিন মারা গেছেন
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে
‘হলিডে’র সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (৫ মার্চ) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রবীণ এই সাংবাদিক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। পারিবারিক সূত্রে তার মৃত্যুর খবর জানা গেছে।
কামাল উদ্দিন আহমেদ ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের সাবেক প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬১ সালে দৈনিক আজাদ পত্রিকায় যোগ দেওয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
২০০৪ সালে হংকংভিত্তিক ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ বন্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি খ্যাতিমান সাপ্তাহিকটির ঢাকা সংবাদদাতা ও ফ্রিল্যান্স লেখক হিসেবে কাজ করেন।
কামাল উদ্দিন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্র ও সংস্থার সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। দেশের বিভিন্ন গণমাধ্যমেও শীর্ষ পদে ছিলেন তিনি। ২০০৫ সালের অক্টোবরে দেশের অন্যতম প্রাচীন সাপ্তাহিক পত্রিকা ‘হলিডে’তে সম্পাদক হিসেবে যোগ দেন প্রখ্যাত এই সাংবাদিক।