সংবাদ শিরোনাম ::
৯ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে
রাজধানীসহ দেশের ৯ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, পাবনা, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ মোঃ শাহীনুল।
আবহাওয়ার পূর্বাভাসের আওতাভুক্ত এলাকারগুলোর অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।