সংবাদ শিরোনাম ::
৯ ঘণ্টা পর নিভলো ডেমরার আগুন
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে
রাজধানীর ডেমরায় একটি গোডাউনে লাগা আগুন ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে। আগুন লাগা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ভবনটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা ফায়ার সার্ভিসের।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ইনসিডেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম বলেন শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮ টার দিকে আগুন নিয়ন্ত্রণে।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ডেমরার ভাঙা প্রেস এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত পৌনে ১২ টায় আগুন নেভাতে কাজ শুরু করে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১০টি ইউনিট। তাদের ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে না এলে যোগ দেয় নৌবাহিনী।