সংবাদ শিরোনাম ::
৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। শনিবার (২৭ এপ্রিল) রাত ৯টা ৫৯ মিনিটের দিকে হয় এই কম্পন। খবর: রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উপকূলে শনিবার এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাপা ছিলো ৬ দশমিক ৫। জাতীয় ভূমিকম্পতত্ত্ব কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে। দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) এমনটা জানিয়েছে।
বাদুংয়ের বাসিন্দা ইমান কৃষ্ণওয়ান সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ভূমিকম্প প্রায় ১০-১৫ সেকেন্ড স্থায়ী হয়।
দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়াকে বলা হয় ‘রিং অফ ফায়ার’। পৃথিবীর অন্যতম সংবেদনশীল অংশ হওয়ায় এখানে প্রতিনিয়ত ভূমিকম্প হয়। এটি এমন একটি স্থানে উপস্থিত রয়েছে যেখানে পৃথিবীর অনেক টেকটোনিক প্লেটের সংঘর্ষ হয়।