৫৫ বছরের নারীকে অর্ধনগ্ন করে ঘোরানো হল গ্রামে
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে
৫৫ বছরের এক নারীকে অর্ধনগ্ন করে ঘোরানো হলো পাঞ্জাবের তারন তারনে। মার্চ মাসের ৩১ তারিখ এই ঘটনা ঘটেছে। এ ঘটনার পরে চারজনকে আটক করা হয়েছে। খবর-সংবাদ সংস্থা এএনআই।
সংবাদম মাধ্যম সূত্রে জানা যায়, মাসখানেক আগে ও নারীর ছেলে এক তরুণীর সাথে পালিয়ে যায়। এরপর পরিবারের অমতে তাকে বিয়ে করেন। এরপর মেয়েটির বাড়ির লোকজন এসে প্রৌঢ়াকে নিগ্রহ করেন।
নির্যাতিতা জানিয়েছেন, তিনি ঘরে একাই ছিলেন। সেই সময় তার ছেলের শ্বশুরবাড়ির লোকজন সেখানে উপস্থিত হন। ছিঁড়ে ফেলা হয় প্রৌঢ়ার পোশাক। এরপর তাকে অর্ধনগ্ন করে গ্রামের মধ্যে হাঁটানো হয়। ইতিমধ্যেই নির্যাতিতার অভিযোগে মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মেয়েটির মা ও তার ভাইয়েরা। এরমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
এর তীব্র নিন্দা জানিয়ে জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা বলেন, কেউই ওই নারীকে সাহায্য করতে এগিয়ে আসেনি। পুলিশও নয়, এমনকি স্থানীয় বাসিন্দা।