‘৫ বার শীর্ষ চোরের তকমা এনে দিয়েছে ‘

শহিদুল ইসলাম দইচ যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ৩৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যে তিনটি মৌলিক আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা স্বাধীনতার ৫৩ বছরেরও তা বাস্তবায়ন হয়নি‌। বরং শাসন করা রাজনৈতিক দলগুলো দেশকে ৫বার শীর্ষ চোরের দেশের তকমা দিয়েছে। এখনও স্বার্থান্বেষী রাজনৈতিক দলগুলো দেশটাকে সেই পথে পরিচালিত করতে চায়। কিন্তু সেটি কখোনই বাস্তবায়ন করতে দেয়া হবে না।

আজ শনিবার বিকাল ৪টায় টাউন হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

দলের যশোর জেলা শাখার উদ্যোগে “ছাত্র জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ জনসভার আয়োজন করা হয়।

দলের যশোর শাখার সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে সমাবেশে তিনি আরো বলেন, রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন। তার ওই পদে থাকার নৈতিক বৈধতা নেই। সম্মান রক্ষার্থে তার নিজ উদ্যোগে পদত্যাগ করা উচিত।

তিনি বলেন, সংবিধান মেনে ছাত্র জনতার আন্দোলন হয়নি। তাই সংবিধানের দোহাই দিয়ে অস্থিরতা সৃষ্টির সুযোগ কাউকে দেয়া হবে না।

চরমোনাই পীর বলেন, একটি কল্যাণ রাষ্ট্র গঠনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি আর) বা জাতীয় সরকার পদ্ধতির নির্বাচনী ব্যবস্থা চালু করতে হবে। তাহলেই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে। এবং কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না।

সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, উপদেষ্টা অধ্যক্ষ নাজমুল হুদাসহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘৫ বার শীর্ষ চোরের তকমা এনে দিয়েছে ‘

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, যে তিনটি মৌলিক আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা স্বাধীনতার ৫৩ বছরেরও তা বাস্তবায়ন হয়নি‌। বরং শাসন করা রাজনৈতিক দলগুলো দেশকে ৫বার শীর্ষ চোরের দেশের তকমা দিয়েছে। এখনও স্বার্থান্বেষী রাজনৈতিক দলগুলো দেশটাকে সেই পথে পরিচালিত করতে চায়। কিন্তু সেটি কখোনই বাস্তবায়ন করতে দেয়া হবে না।

আজ শনিবার বিকাল ৪টায় টাউন হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

দলের যশোর জেলা শাখার উদ্যোগে “ছাত্র জনতার গণ বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা ও সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ জনসভার আয়োজন করা হয়।

দলের যশোর শাখার সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে সমাবেশে তিনি আরো বলেন, রাষ্ট্রপতি মিথ্যাচার করেছেন। তার ওই পদে থাকার নৈতিক বৈধতা নেই। সম্মান রক্ষার্থে তার নিজ উদ্যোগে পদত্যাগ করা উচিত।

তিনি বলেন, সংবিধান মেনে ছাত্র জনতার আন্দোলন হয়নি। তাই সংবিধানের দোহাই দিয়ে অস্থিরতা সৃষ্টির সুযোগ কাউকে দেয়া হবে না।

চরমোনাই পীর বলেন, একটি কল্যাণ রাষ্ট্র গঠনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি আর) বা জাতীয় সরকার পদ্ধতির নির্বাচনী ব্যবস্থা চালু করতে হবে। তাহলেই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে। এবং কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না।

সমাবেশে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, উপদেষ্টা অধ্যক্ষ নাজমুল হুদাসহ জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।