৫০ লাখ ডলারে মুক্ত এমভি আব্দুল্লাহর নাবিকেরা: রয়টার্স
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
পাঁচ মিলিয়ন ডলার মুক্তিপণ দেওয়ার পর সোমালিয়ার জলদস্যুদের ছিনতাই করা জাহাজ এমভি আবদুল্লাহ ও এর ২৩ নাবিককে মুক্তি দেওয়া হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) ভোরে তাদের মুক্তি দেওয়া হয়।
দুই জলদস্যুকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
জলদস্যু আব্দিরাশিদ ইউসুফ রয়টার্সকে বলেন, নাবিকদের মুক্তি দেয়ার আগে দুই রাত আগে টাকা পৌছে দেয়া হয়। টাকাগুলো নকল কিনা এরপর তা আমরা যাচাই করে দেখি। তবে এ বিষয়ে সোমালিয়ার সরকারি কর্মকর্তারা কোন মন্তব্য করেননি।
হেলিকপ্টার দিয়ে সোমালিয়ার জলদস্যুদের কাছে ডলার পাঠানো হয়। ডলার পাওয়ার পর জাহাজ ও জিম্মি ২৩ নাবিককে মুক্তি দেয়া হয়। মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহ জাহাজটি দুবাই পৌঁছাতে ৫ থেকে ৭ দিন লাগতে পারে। দুবাই পৌঁছার পর জাহাজে থাকা কয়লা খালাস করা হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছে, জলদস্যুদের জিম্মি অবস্থা থেকে মুক্তি পাওয়া ২৩ নাবিক চাইলে জাহাজে চট্টগ্রামেও আসতে পারে। বিমানে দুবাই থেকে চট্টগ্রামে আসতে পারে।
চলতি বছরের ১২ মার্চ কয়লাবোঝাই এমভি আবদুল্লাহ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। এ সময় জাহাজে থাকা ২৩ বাংলাদেশি নাবিককেও জিম্মি করা হয়।