৪৮ বছর পর নিষিদ্ধ জামায়াত
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে
৪৮ বছর পর সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হলো জামায়াত-শিবির। বৃহস্পতিবার (১ আগস্ট) এ বিষয়ে প্রঞ্জাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ১৮ ধারায় বলা আছে, এই আইনের উদ্দেশ্য পূরণে সরকার, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সাথে জড়িত রয়েছে বলে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারবে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে।
এর আগে সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ১৪ দলের শীর্ষ নেতাদের বৈঠকে জামায়াত-শিবির নিষিদ্ধের বিষয়ে ‘সর্বসম্মত’ সিদ্ধান্ত হয়।
এরপর মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বুধবার জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হবে। তিনি বলেন, জামায়াত-শিবির আগে নিষিদ্ধ ছিলো। জিয়াউর রহমান তাদের দল করার অনুমতি দেয়। এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলো এবং সুশীল সমাজ তখন থেকে জামায়াতকে নিষিদ্ধ করার জন্য বলে আসছিলো। এটা জনগণের একটা দাবি ছিলো।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দু’একটি মামলায় সিদ্ধান্তের মধ্যে লিখে দিয়েছে জঙ্গি দল হিসেবে একে নিষিদ্ধ করা উচিত। এগুলো মিলিয়ে দলটাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। সেই প্রক্রিয়াটি চলছে। প্রক্রিয়া শেষ হলেই ঘোষণা হবে।