৩১ মাসেও গ্রেফতার হয়নি ইমরানের হত্যাকারীরা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ার এল ব্লকের খালপাড় রসুলবাগের এল ব্লকের চাঞ্চল্যকর ইমরান হত্য মামলার আসামীরা প্রকাশ্য ঘোরাফেরা করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।
রোববার (২০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মহানগরীর চেরাগী পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনের বৈঠক খানায় আয়োজিত সংবাদ সন্মেলনে এসব অভিযোগ করেন নিহত ইমরানের মা আছিয়া বেগম।
এ সময় কান্না বিজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার কলিজার ধন ইমরানকে হত্যার ৩১ মাস পেরিয়ে গেলেও চিহ্নিত আসামীদের পুলিশ গ্রেফতার না করায় আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। পুত্র হত্যার বিচার চেয়ে থানা পুলিশসহ বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সেক্টরে ধর্ণা দিয়ে আমি আজ হাফিয়ে উঠেছি। মামলার এজাহার নামীয় আসামীরা এলাকায় প্রকাশ্য ঘুরাফেরা, তাদের হুমকি ধমকিতে আমরা প্রতিটি মুহুর্ত আতংকে কাটাচ্ছি।
ছেলে হত্যার বর্ননা দিয়ে আছিয়া বেগম বলেন, ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি হত্যাকারী মো. নাজিম উদ্দিন, জাহাঙ্গীর, খোকন দুপুরের দিকে আমার ছেলের মোবাইলে ১৬ বার কল দেয়। পরে তাদের বারবার ফোনে বিরক্ত হয়ে আমার ছেলে বাসা থেকে বের হয়। এরপর ফিরেছে লাশ হয়ে। এ ঘটনার ৩১ মাস পেরিয়ে গেলেও আমার ছেলে হত্যার বিচার পাইনি। সে আমাকে প্রায় সময় বলতো, আম্মু ছেলেগুলো আমাকে সবসময় বিরক্ত করে। আমার কাছে টাকা চায়।
তিনি বলেন, আমার ছেলেকে হত্যার পর বাকলিয়া থানার সাবেক ওসি সেদিন আমার মামলা নেয়নি। ঘটনার দিন আসামিরা থানায় উপস্থিত ছিলো। কিন্তু অজানা কারণে আসামিদের গ্রেফতার না করে ছেড়ে দেয়। পরে আদালতের নির্দেশে বাকরিয়া থানায় মামলা (নং-৩৬/২৭৬) গ্রহন করে। বাকলিয়া থানার পরে আসা ওসি আমাকে অভয় দিয়ে বলেন, তিনি আমার ছেলের হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করবেন। কিন্তু গ্রেফতারতো দূরে থাক আসামীরা প্রকাশ্য ঘোরাফেরা করছে। আমরা সবাই আতংকে আছি।
আছিয়া বেগম আরও বলেন, বাকলিয়ার এল ব্লকের খালপাড় রসুল বাগের একটি বাসাতে আমার এক ছেলে ও এক মেয়ে নিয়ে সুখের সংসার ছিল। সে সুখ কেড়ে নিয়েছে চিহ্নিত তিনজন হত্যাকারী। ছেলে হত্যর এতদিন পেরিয়ে গেলেও হত্যাকারী মূল আসামী মো. নাজিম উদ্দিন, জাহাঙ্গীর, খোকন দুপুরের মো. নাজিম উদ্দিন, জাহাঙ্গীর ও খোকন এলাকায় প্রকাশ্য ঘোরাফেরা করলেও পুলিশ গ্রেফতার করছে না। বরং আসামীদের হুমকি ধমকিতে প্রতিনিয়ত আতংকে দিন যাপন করতেছি। আমি আমার ছেলে হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার চাই। সংবাদ সন্মেলনে নিহত ইমরানের বোন জেসমিন আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।