সংবাদ শিরোনাম ::
৩০ কেজি হরিণের মাংস জব্দ, একটি মাথা-চার পা উদ্ধার
নোয়াখালী প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ১০২ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদী সংলগ্ন ঢালচর গ্রামে অভিযান চালিয়ে থেকে ৩০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। এ সময় একটি চামড়া, একটি মাথা ও চারটি পা উদ্ধার করা হয়।
রোববার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে কোস্ট গার্ড এই মাংস জব্দ করে। এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন এইচ এম এম হারুন অর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া উপজেলার ঢালচর গ্রামে অভিযান চালিয়ে ৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় শিকারিরা। জব্দকৃত মাংস হাতিয়া বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।