৫ বছরের শিশু রিয়াদকে অপহরণের পর মুক্তিপণ দাবি
২৪ বছর পর হত্যা মামলায় রায়, ৪ জনের যাবজ্জীবন
- সংবাদ প্রকাশের সময় : ০৩:২৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
জয়পুরহাটে ৫ বছরের শিশু রিয়াদকে অপহরণের পর হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে ২৪ বছর পর। রায়ে দুই ভাইসহ চারজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেয়া হয়। বুধবার (১০ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- একাব্বর আলী, শফিকুল ইসলাম, আব্দুল মতিন ও তোফাজ্জল হোসেন। এরমধ্যে একাব্বর ও তোফাজ্জল পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দাপাঁচখুপি গ্রামের মাসুদুর রহমান দুলালের ৫ বছরের ছেলে রিয়াদ ২০০০ সালের ২৫ মার্চ সকাল থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও পরিবারের সদস্যরা তার কোন সন্ধান পাননি। পরে ২৬ মার্চ আসামীরা রিয়াদকে অপহরণ করেছে জানিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এরপর ১০ হাজার টাকা দেওয়া হলেও আসামীরা রিয়াদকে ২৭ মার্চ রাতের কোন এক সময় হত্যা করে। পরে দুপুরে গ্রামের একটি গর্ত থেকে শিশু রিয়াদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মামা বেলাল উদ্দীন তালুকদার বাদী হয়ে ক্ষেতলাল থানায় হত্যা মামলা দায়ের করলে দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।