২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে যান পারাপার ৪৩ হাজার
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪ ১৫১ বার পড়া হয়েছে
জানা গেছে, সোমবার (৮ এপ্রিল) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৯ এপ্রিল) ৬টা পর্যন্ত সেতু দিয়ে ৪৩ হাজার ৪২৭ যানবাহন পারাপার হয়েছে। আর টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৬ হাজার ৮৫০ টাকা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে পারাপার হয়েছে ২৭ হাজার ২৩২টি যানবাহন। টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৪ হাজার ৯৫০ টাকা। সেতুর পশ্চিম অংশে যানবাহন পারাপার হয়েছে ১৬ হাজার ১৯৫ টি। এসব যানবাহন থেকে ১ কোটি ৩২ লাখ ৬১ হাজার ৯০০ টাকা টোল আদায় হয়েছে।
বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, যানজট নিরসনের লক্ষে সেতুর দুই পাশে ১৮টি টোল বুথ স্থাপন করা হয়েছে। এছাড়া মোটরসাইকেলের জন্য আলাদা ৪টি বুথ স্থাপন করা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মীর সাজেদুর রহমান জানান, ঈদকে কেন্দ্র করে বাড়ি ফেরা মানুষের কারণে মহাসড়কে যানবাহন চলাচল বেড়েছে। গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ধীরগতিতে চলাচল করছে।