সংবাদ শিরোনাম ::
২২৩টি পদে উপ-নির্বাচন স্থগিত
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:২৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
স্থানীয় সরকারের ২২৩টি পদে উপ-নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী চলতি মাসের ২৭ জুলাই এসব নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
বুধবার (১৪ জুলাই) এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আশরাফুল আলম। নির্বাচনের তারিখ পরবর্তিতে জানানো হবে।
ইসি কর্মকর্তারা জানান, চলতি মাসের ২৭ জুলাই বিভিন্ন জেলা পরিষদের ২৩টি পদে, পৌরসভার ৫টি পদে ও ইউনিয়ন পরিষদের ১৯৫টি পদে উপ-নির্বাচন হওয়ার কথা ছিলো।