২০২৭ এশিয়া কাপ হবে বাংলাদেশে
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
১১ বছর পর বাংলাদেশে ফিরতে যাচ্ছে এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) তথ্য অনুযায়ী ২০২৭ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে।
দু’দিন আগে এসিসির ওয়েবসাইটে ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত এসিসির ১৩টি টুর্নামেন্টের পৃষ্ঠপোষক চেয়ে দরপত্র আহ্বান করা হয়েছে। তাতে উল্লেখ করা হয় ছেলেদের ২০২৫ এশিয়া কাপ ক্রিকেট ভারতে হবে। এটা হবে টি-টোয়েন্টি সংস্করণে। যেহেতু পরের আইসিসির ইভেন্ট (২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ) ২০ ওভারের সংস্করণে। আর ২০২৭ এশিয়া কাপ হবে বাংলাদেশে। আর তা ৫০ ওভারের সংস্করণে।
প্রতিটি এশিয়া কাপে ম্যাচ ১৩টি। এতে অংশ নেবে ছয়টি দল। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান,আফগানিস্তান ও বাছাইপর্ব পেরিয়ে আসা কোনো দল। গত দু’টি এশিয়া কাপের ফরম্যাট অনুযায়ী বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান খেলে একই গ্রুপে। বাকি গ্রুপে থাকে ভারত, পাকিস্তান ও বাছাইপর্ব থেকে আসা দল।
২০২৬ নারী এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। এ টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।