সংবাদ শিরোনাম ::
‘১৯ এপ্রিল দুবাই পৌঁছাবে ২৩ নাবিক’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, আমাদের এখন নাবিকরা মুক্ত। আগামী ১৯ এপ্রিল দুবাই পৌঁছাবে জাহাজ এমভি আবদুল্লাহ। মুক্তিপণের বিষয়ে কোনো তথ্য নেই। সোমবার (১৫ এপ্রিল) সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, সোমালিয়ার জলদস্যুদের দু’টি নটিক্যাল মাইল দূরে ইউরোপীয় ইউনিয়নের উদ্ধারকারী জাহাজ ছিলো। বহুমাত্রিক ব্যবস্থার মাধ্যমেই জিম্মি জাহাজটিকে উদ্ধার করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঈদের দিনে সদরঘাটে ৫ জন নিহতের ঘটনায় তদন্ত চলছে। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই জাহাজের রুট পারমিট বাতিল করা হয়েছে। এরমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।