১৫ দিন পর চালু নওগাঁর ইউনিয়ন পরিষদগুলো, জনমনে স্বস্তি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
নওগাঁর বিভিন্ন ইউনিয়ন পরিষদগুলোতে দীর্ঘ ১৫ দিন পর আবার চালু হয়েছে কার্যক্রম। এর ফলে জনমনে ফিরেছে স্বস্তি।
৫ আগস্ট সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (২০ আগস্ট) জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে গুলোতে পুনরায় চালু হয়েছে কার্যক্রম জন মনে ফিরেছে স্বস্তি বলে জানিয়েছেন সাধারণ মানুষ ।
সেবা নিতে আসা আনিসুর রহমান,আবুল হোসেন, আকবর আলী, করিম উদ্দিন বলেন পরিষদে আসে ঠিক মত সেবা পাচ্ছি কোন প্রকার হয়রানির শিকার ও ভোগান্তি পোহাতে হচ্ছে না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা বলেন রাষ্ট্রের সংকটে আমাদের শিক্ষার্থীরা যে কাজ করতে পারে, তা আবারও প্রমাণিত হলো। আমরা মনে করি, নতুন সরকার তার অঙ্গীকার পূরণ করবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনার অবসান হবে এবং আমরা একটি সুন্দর বাংলাদেশের অপেক্ষায় আছি।
বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান ক্যামারার সামনে কথা চান না, তবে সংবাদকর্মীদের জানান উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৬ ইউনিয়নের কার্যক্রম চালু আছে বাকি ২টি ইউনিয়নের কার্যক্রম বন্ধ আছে এই ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।