১৪ বছর পর ক্ষমতায় লেবার পার্টি
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
নির্বাচনে বড় জয় পেয়েছে লেবার পার্টি। ১৪ বছর পর ব্রিটেনের ক্ষমতায় এলো দলটি। আর দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কিয়ার স্টারমার।
ভোট গণনা শেষে ৬৫০ আসনের হাউস অব কমেন্সে ৩২৬টিরও বেশি আসন পেয়ে জয় নিশ্চিত করেছে লেবার পার্টি।
কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক পরাজয় স্বীকার করে নিয়েছে। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ঋষি জানান, এরমধ্যে স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
এদিকে, হোলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাসের আসন থেকে জয় পেয়ে লেবার নেতা স্টারমার বলেন, এখান থেকেই পরিবর্তনের শুরু।
ফল ঘোষণার পর এখন লেবার পার্টিকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। শুক্রবার (৫ জুলাই) রাজার কাছে পদত্যাগ জমা দিতে পারেন কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
আগামী ৯ জুলাই পার্লামেন্টে শপথ নেবেন নবনির্বাচিতরা। পরে নির্বাচিত হবেন নতুন স্পিকার। ১৭ জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে শুরু হবে পার্লামেন্টের অধিবেশন।