১১ দফা দাবিতে যশোরে পুলিশের বিক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৯:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন যশোরের পুলিশ সদস্যরা। বুধবার (৭ আগস্ট) বিকেল ৫টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা পুলিশ লাইন্সের অভ্যন্তরণে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। দুই শতাধিক পুলিশের উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক ও কনস্টেবল মিছিলে অংশ নেন।
এ সময় বিক্ষুব্ধ পুলিশ সদস্যরা জানান, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পতনের হলে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা আত্মগোপনে চলে যান। এরপর পুলিশ কনস্টেবলসহ নিম্ন পর্যায়ের অফিসাররা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। উধ্বর্তন কর্মকর্তাদের কারণে পুলিশ বাহিনী জনগণের কাছে প্রত্যাখিত হয়েছে। অসংখ্য পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ অবস্থায় পুলিশ বাহিনীতে সংস্কার ছাড়া তারা কাজে যোগদান করতে পারছেন না।
এদিকে, খবর পেয়ে পুলিশ সুপার মাসুদ আলমসহ উধ্বর্তন কর্মকর্তারা পুলিশ লাইনে যান এবং তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। একইসাথে দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
পুলিশ সুপার মাসুদ আলম বলেন, পুলিশ সদস্যদের দাবিগুলো যৌক্তিক। একটি মানবিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে কর্তৃপক্ষ দাবিগুলো বিবেচনা করবে সেই প্রত্যাশা করছি।