১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশের খেলা
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
রাজধানীর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রায় ১১ মাস পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার (২১ অক্টোবর) এ মাঠে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই টেস্ট সিরিজের প্রথমটি। সর্বনিম্ন ১০০ টাকার টিকিট কেটে গ্যালারিতে বসে দেখা যাবে খেলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার টিকিটের দাম প্রকাশ করেছে।
মিরপুর টেস্টে ৫ ধরনের টিকিট বিক্রি করবে বিসিবি। সর্বনিম্ন ১০০ টাকায় খেলা দেখা যাবে পূর্ব গ্যালারিতে। শেরেবাংলা স্টেডিয়ামে সবচেয়ে বেশি দর্শক ধারণক্ষমতা রয়েছে গ্যালারির এই অংশে।
উত্তর ও দক্ষিণ স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। ক্লাব হাউসে বসে খেলা দেখতে চাইলে কিনতে হবে ৩০০ টাকার টিকিট। ভিআইপি স্টান্ডে বসে দেখতে খরচ হবে ৫০০ টাকা। তবে সবচেয়ে বেশি ১০০০ টাকা লাগবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট কিনতে।
বিসিবি জানিয়েছে, টিকিট কেনা যাবে স্টেডিয়ামের ১ নম্বর ফটকের পাশের বুথ থেকে। টিকিট বিক্রি শুরু হবে রোববার সকাল ১০টা থেকে।
২০২৩ সালের ডিসেম্বরেবাংলাদেশের ‘হোম অব ক্রিকেট’ শেরেবাংলা স্টেডিয়ামে সর্বশেষ টেস্ট হয়েছিলো। বাংলাদেশের প্রতিপক্ষ ছিলো নিউজিল্যান্ড। চলতি বছর বাংলাদেশ দল দেশের মাটিতে দুটি টেস্ট খেলেছে। যার একটি সিলেটে ও অপরটি হয় চট্টগ্রামে।