সংবাদ শিরোনাম ::
১০০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ ১৩৪ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। একাধিকবার গতিপথ পরিবর্তন করেছে ঘূর্ণিঝড় রেমাল।
আবহাওয়ার পূর্বাবাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় রোমাল পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল ও কলকাতায় আঘাত হানতে পারে। রোববার ((২৬ মে) সন্ধ্যার পর ঘণ্টায় ৮০-১০০ কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানতে পারে কলকাতায়। গতিপথ অপরিবর্তিত থাকলে কলকাতা শহরে ঝড়ের ব্যাপক প্রভাব পড়তে পারে।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাব বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোয়ও পড়বে। এসব অঞ্চলে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার।
এদিকে, আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায় বলা হয়, সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।