হোটেল ব্যবসার আড়ালে অস্ত্র কারবার, গ্রেফতার ২
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
কক্সবাজারে হোটেল ব্যবসার আড়ালে চলছে অবৈধ অস্ত্র কারবার। আর এই অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (২৫ জুন) রাতে কক্সবাজারের পিএমখালী ও কলাতলীর মেরিন ইকো রিসোর্টে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও মডিফাইড থ্রি নট থ্রি রাইফেল এবং গোলাবারুদ উদ্ধার করা হয়।
বুধবার (২৬ জুন) দুপুরে কক্সবাজার র্যাব-১৫ এর কার্যালয়ে এক ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার জামিলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ধাওনখালী গ্রামে অভিযান চালায়। এসময় হুমায়ুন কবির (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও গুলি। তার স্বীকারোক্তি অনুযায়ী র্যাবের একটি দল কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অবস্থিত মেরিন ইকো রিসোর্ট নামে একটি হোটেলে অভিযান চালিয়ে কাজী জাফর সাদেক রাজু (৪০) কে গ্রেফতার করে । এ সময় হোটেলে রাজু’র ব্যক্তিগত রুম থেকে একটি মডিফাইড থ্রি নট থ্রি রাইফেল উদ্ধার করা হয়।
ব্রিফিংয়ে জামিলুল হক আরো জানান, গ্রেফতারকৃত দু’জন দেশি-বিদেশি অস্ত্র কারবারে জড়িত। তারা চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়ি কেন্দ্রীক একটি সিন্ডিকেটের সদস্য। খাগড়াছড়ি সীমান্ত থেকে দেশি-বিদেশি অস্ত্র এনে তারা দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহ করে থাকে।