রাজবাড়ীতে বললেন জামায়াতের আমির
হিন্দু সম্প্রদায় দুর্গাপূজায় পূর্ণ সহযোগিতা পাবে
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,সামনে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায় ধর্মীয় আচার পালনে পূর্ণ সহযোগিতা পাবে। এ ব্যাপারে আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করবো। এদেশ সবার,এদেশে শান্তি এলে তার সুফল মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই ভোগ করতে পারবে। জামায়াতে ইসলামী এর নিশ্চয়তা দিচ্ছে।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, গণ আন্দোলনে শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে হবে। আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। বন্যা দুর্গত এলাকায় সবাইকে সামর্থ্য অনুযায়ী ঝাঁপিয়ে পড়তে হবে। এর পাশাপাশি আমরা যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দরভাবে সবাই মিলে ফিরিয়ে আনতে পারি সেজন্য সেভাবে সবার সহযোগিতা দরকার।
নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন,সবাইকে নিয়ে ইনশাআল্লাহ অহিংস অখণ্ডিত একটি দেশ গড়ব। দেশকে আর বিভক্ত হতে দেবো না। যারা অতীতে জাতিকে বিভক্ত করেছিল তারাই জাতির সর্বনাশ করে গেছে। ঐক্যবদ্ধ একটা জাতি নিয়ে আমরা সামনের দিনে এগোতে চাই।
কোটা সংস্কার আন্দোলনে কুষ্টিয়া জেলায় শিক্ষার্থীসহ যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকের পরিবারকে নগদ অর্থ প্রদান করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শহীদ পরিবারকে আর্থিক সাহায্য করার পর কুষ্টিয়া থেকে রাজধানী ঢাকা যাওয়ার পথে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও পথসভা করেন জামায়াতের তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলার আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম, নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, সেক্রেটারি আলিমুজ্জানসহ জেলার পাঁচ উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতাকর্মীরা।