হিট স্ট্রোকে দুইজনের মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৩:০২ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারা দেশ। অসহনীয় গরমে অতিষ্ঠ জনজীবন। হিট স্ট্রোক করে দুইজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পাবনায় স্ট্রোক করে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, চুয়াডাঙ্গায় হিট স্ট্রোক করে একজনের মৃত্যু হয়েছে।
জানা গেছে, শনিবার (২০ এপ্রিল) দুপুরে পাবনা শহরের রূপকথা রোডে একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় হিট স্ট্রোক করেন সুকুমার দাস (৬০)। তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুকুমার দাস শহরের শালগাড়িয়ার জাকিরের মোড়ের বাসিন্দা।
অন্যদিকে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় হিট স্ট্রোকে জাকির হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকাল ৭ টার দিকে মাঠে কৃষিকাজ করার সময় হিট স্ট্রোকে আক্রান্ত হন তিনি। এরপর তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।
নিহত জাকির পেশায় একটি স্কুলের দপ্তরি ছিলেন। তিনি দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের আমির হোসেন ছেলে।