ঢাকা ০৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

‘হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই’

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের ভূমিকার খবরটি সঠিক নয়। হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। দেশের জনগণের ইচ্ছেতেই এই পরিবর্তন হয়েছে।

সোমবার (১২ আগস্ট) হোয়াইট হাউজের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যঁ পিয়েরে এ কথা জানান।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেঝনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। সেই সাথে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে ‘কেবলই মিথ্যা’ বলেও অভিহিত করেছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে বাংলাদেশে সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের বিষয়ে বলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এ ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোন প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছকই মিথ্যা।

৫ অগাস্ট (সোমবার) গণ আন্দোলনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেদিন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন তিনি, যদিও আওয়ামী লীগ সভাপতির ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, তার মা পদত্যাগ করে যাননি।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা হারানোর পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, পরাজয় মেনে নিয়ে তিনি দ্রুতই দেশে ফিরে আসবেন।

অন্যদিকে, সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেখ হাসিনা ঢাকা ছাড়ার আগে ও ঢাকার ছাড়ার পর এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‘হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই’

সংবাদ প্রকাশের সময় : ১০:০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের ভূমিকার খবরটি সঠিক নয়। হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। দেশের জনগণের ইচ্ছেতেই এই পরিবর্তন হয়েছে।

সোমবার (১২ আগস্ট) হোয়াইট হাউজের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যঁ পিয়েরে এ কথা জানান।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেঝনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। সেই সাথে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে ‘কেবলই মিথ্যা’ বলেও অভিহিত করেছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে বাংলাদেশে সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের বিষয়ে বলেন, আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এ ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোন প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছকই মিথ্যা।

৫ অগাস্ট (সোমবার) গণ আন্দোলনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। সেদিন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন তিনি, যদিও আওয়ামী লীগ সভাপতির ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, তার মা পদত্যাগ করে যাননি।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা হারানোর পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, পরাজয় মেনে নিয়ে তিনি দ্রুতই দেশে ফিরে আসবেন।

অন্যদিকে, সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেখ হাসিনা ঢাকা ছাড়ার আগে ও ঢাকার ছাড়ার পর এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি।