সংবাদ শিরোনাম ::
হাসপাতালের লিফটে আটকে রোগীর মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের লিফটে আটকা পড়ে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের নাম-মমতাজ বেগম। রোববার (১২ মে) সকালে হাসপাতালের লিফট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায়তোর মৃত্যু হয়।
নিহতের মামা শাহাদাত হোসেন সেলিম বলেন, রোববার (১২ মে) সকালে মমতাজকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে তার স্বজনরা। মমতাজের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ডাক্তার দেখাতে হাসপাতালের ১১তলা থেকে লিফটে চতুর্থ তলায় নামার সময় হঠাৎ লিফটি বন্ধ হয়ে যায়। প্রায় ৪৫ মিনিট আটকে থাকার পর হাসপাতালের লোকজন নয় তলায় দিয়ে তাদের বের করে আনে। এর আগেই মমতাজের মৃত্যু হয়।
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হাসনিন জাহান জানান, লিফটের ভেতর এক রোগী মারা গেছে। এবিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।