সংবাদ শিরোনাম ::
হার দিয়ে সুপার এইট শুরু বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব হার দিয়ে শুরু করলো বাংলাদেশ। শুক্রবার (২১ জুন) সুপার এইটে গ্রুপ-১এ নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হেরে যায় বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৪০ রান করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন তাওহিদ হৃদয়। এর জবাবে ব্যাট করতে নেমে ১১ দশমিক ২ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ রান করে অস্ট্রেলিয়া। এরপর বৃষ্টির জন্য তৃতীয়বারের মকো খেলা বন্ধ হয়। তখন বৃষ্টি আইনে ২৮ রানে এগিয়ে ছিলো অসিরা। এরপর আর খেলা মাঠে গড়ায়নি। ফলে বৃষ্টি আইনে ম্যাচের ফল নির্ধারিত হয়।