হামলার প্রতিবাদে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০০:৩১ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
চট্টগ্রাম অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেন সনাতন ধর্মাবলম্বীরা। দেশের বিভিন্ন স্থানে ‘হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে শনিবার (১০ আগস্ট) বিকেলে মহানগরের চেরাগি পাহাড় মোড়ে সড়ক অবরোধ করে নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ করেন তারা। দাবি অনুযায়ী দেশে সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেয়া হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান। কর্মসূচীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দ্রুত সময়ের মধ্যে সব হামলার ঘটনার বিচার দাবি করেন তারা।
এদিকে, কোটা আন্দোলন, সরকারের পতনের দাবিতে এক দফা সফল আন্দোলনের পর আবারও উত্তাল হলো চট্টগ্রাম। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে সংখ্যালঘু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা এবং মন্দিরে হামলা ও আগুন দেয়ার অভিযোগ উঠেছে।
এর প্রতিবাদে শনিবার (১০ আগস্ট) বিকেলে চেরাগি পাহাড় মোড়ে অবস্থান নেন তারা। এর আগে সকালে নগরের নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়ে প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধীরা।