হাতিয়ার মানুষের জীবনযাত্রার উন্নয়নে কাজ করবেন সুইডেনের রাজকন্যা
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া নোয়াখালীর হাতিয়ার মানুষের জীবনযাত্রার মনোন্নয়নে কাজ করতে চান।
বুধবার (মার্চ) সকালে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা মানুষের অনুভূতি শুনে ও তাদের জীবন-জীবিকা অবলোকন শেষে তিনি এ মন্তব্য করেন। এরপর ৯ টায় ৪৫ মিনিটে তিনি বুড়িরচর ইউনিয়নের পশ্চিম বড়দেইল এলাকা থেকে হেলিকপ্টারযোগে ভাসানচর যান। এর আগে সকাল ৮ টায় হেলিকপ্টারযোগে হাতিয়া অবতরণ করেন।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের এমপি মোহাম্মদ আলী, সাবেক এমপি আয়েশা ফেরদাউস, হাতিয়া ইউএনও সুরাইয়া আক্তার লাকী, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা চেয়ারম্যান মো. মাহবুব মোর্শেদ লিটন স্বাগত জানান ক্রাউন প্রিন্সেসকে।
নোয়াখালী-৬ আসনের এমপি মোহাম্মদ আলী বলেন, সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া হাতিয়ার কথা মনে রাখবেন। তিনি জেলেদের জীবনযাত্রার কথা শুনেছেন৷ হাতিয়ার মানুষের জীবনযাত্রার উন্নয়নে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া।
এ সময় হাতিয়া ইউএনও সুরাইয়া আক্তার লাকী বলেন, সুইডিশ রাজকন্যা ভিক্টোরিয়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশ সফর করছেন । এর অংশ হিসেবে তিনি হাতিয়ায় সফর করছেন।