সংবাদ শিরোনাম ::
হাজী সেলিম আটক
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:২০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
ঢাকা-৭ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে আটক করা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) রাতে বংশাল থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন বিষয়টি নিশ্চিত করেন ।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার নামে একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে আপাতত বলা যাচ্ছে না।
কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন সাবেক এমপি হাজী সেলিম। এরপর হাসপাতালে গিয়ে আশ্রয় নেন তিনি।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০০৮ সালে ১৩ বছরের সাজা হয় তার। পরবর্তীতে ২০২২ সালে এই সাজা কমিয়ে ১০ বছর করে হাইকোর্ট।