সংবাদ শিরোনাম ::
হল না ছাড়ার সিদ্ধান্তে অনড় আন্দোলনকারী শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সহিংসতার ঘটনায় দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ, কুমিল্লা ও খুলনাসহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। তবে প্রশাসন এমন নির্দেশনা দিলেও হলেই থাকার কথা জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ছাড়ার নির্দেশ দিলেও হল না ছাড়ার কথা জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
আসিফ মাহমুদ নামে একজন সমন্বয়ক জানান, যৌক্তিক আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্রে তারা কেউ পা দেবে না। হল না ছাড়ার বিষয়ে সব শিক্ষার্থী ঐক্যবদ্ধ।
বুধবার (১৭ জুলাই) দুপুর একটার দিকে শহিদ মিনারের সামনে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসে দেড় শতাধিক পুলিশ সাঁজোয়া যান এপিসি নিয়ে প্রবেশ করে।