হবিগঞ্জ পেীরসভার সাবেক মেয়র সেলিম কারাগারে
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিমকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার ১৮ (আগস্ট) দুপুর বেলা হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে হাজির করেন হবিগঞ্জের পুলিশ। আদালত তাকে জেল কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, সাবেক মেয়র সেলিমের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুটি হত্যা কান্ডের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়।
সিনিয়র এডভোকেট এম এ মজিদ বলেন,গত ২ আগস্ট বিপিডিবির লাইনম্যন মোস্তাক আহমেদ হত্যা মামলায় সাবেক মেয়রকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, তিনি জানতে পেরেছেন ৪ আগস্ট রিপন শীল হত্যা মামলায় ও গ্রেফতার দেখানো হবে তাকে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে র্যাব ২ ও ৯ এর একটি দল তাকে রাজধানির ধানমন্ডি এলাকার একটি প্রাইভেট হাসপাতালের সামন থেকে গ্রেফতার করেন। বুধবার সকাল বেলা হবিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাকে আদালতে হাজির করেন।