সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে আ’ লীগ নেতার জামিনে আদালতে হট্টগোল
ত্রিপুরারী দেবনাথ তিপু, হবিগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জের আদালতে আওয়ামী লীগ নেতার জামিনকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। ফলে বিচারক এজলাস থেকে নেমে যেতে বাধ্য হন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) হবিগঞ্জ কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহেলা পারভীন আদালতে এমন ঘটনা ঘটে।
জানা যায়, হট্টগোলের খবর পেয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনর রশীদ সংশ্লিষ্ট এজলাস কক্ষে এসে বিক্ষুব্ধ আইনজীবীদের সাথে আলাপ আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন। প্রায় দুই ঘণ্টা মুলতবি থাকার পর পুনরায় আদালত কার্যক্রম শুরু হয়।
বাদীপক্ষের আইনজীবী গুলজার খান বলেন, আওয়ামী লীগ নেতা রজব আলীর জামিন মঞ্জুর হওয়ায় আমরা আদালতে জোরালো প্রতিবাদ করেছি।
আসামি পক্ষের আইনজীবী মো. সাহিদ মিয়া বলেন, আমার মোয়াক্কেল একজন সাবেক ইউপি চেয়ারম্যান ও বয়স্ক লোক। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।