হবিগঞ্জে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩১:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
হবিগঞ্জ শহরে আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারের ষ্টাফদের জিম্মি করে ভয়াবহ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা দোকানে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ ঘটনায় অসিম চন্দ্র দাশ নামে দোকান কর্মচারী আহত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) রাতে আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে এ ডাকাতির ঘটনা ঘটে।
দোকানের মালিক রূপক দাশ জানান, ক্যাশে লাখ টাকা ছিল। শনিবার (৫ অক্টোবর) কর্মচারিদের বেতন বোনাস পরিশোধ করার কথা ছিল।
আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারের কর্মচারি অসিম দাশ জানান, শুক্রবার রাতে ৬/৭ জন অস্ত্রধারী ডাকাত টিনের চাল কেটে দোকানে প্রবেশ করে। এসময় দোকানের ভিতর ঘুমিয়ে থাকা কর্মচারিদের অস্ত্র ঠেকিয়ে ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা ও মূল্যবান জিনিসিপত্র লুট করে নিয়ে যায়। ডাকাত দলের সবাই কালো পোষাক পরিহিত ছিল। প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল।
এদিকে, ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও ব্যবসায়ি সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।