হত্যা মামলার আসামি র্যাবের হাতে আটক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
যশোরে মিঠু হত্যাকান্ডের মূল আসামি বাপ্পি হোসেনকে (৩৫) আটক করেছে র্যাব -৬। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে মাগুরা জেলার শালিখা উপজেলার কুয়াতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক বাপ্পি হোসেন যশোর সদর উপজেলার আর পাড়া গ্রামের খোকনের ছেলে।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রাসেল বলেন, চলতি বছর ৯ আগস্ট সন্ধ্যায ৭টার দিকে যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামে টাইলস মিস্ত্রি জাহাঙ্গীর আলম মিঠুকে কুপিয়ে এবং জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা মুদাচ্ছাক মোদাচ্ছের হোসেন বাদি হয়ে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা নং (১২/১২.০৮.২৪) করেন। ওই মামলারে যান না আমিও আসামি (সন্দেহের তালিকায়) বাপ্পি হোসেন। এরপর থেকে বাপি হোসেন আত্মগোপনে ছিল। র্যাবের একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে মাগুরা নাগপাড়া থেকে তাকে আটক করা হয়েছে।
আসামিকে আইন অনুযায়ক ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় সোপাদ্য করা হয়েছে।