ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হত্যা ও রাষ্ট্রীয় দমনপীড়নের প্রতিবাদে উদীচীর সমাবেশ

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৫০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের হত্যা ও রাষ্ট্রীয় দমন-পীড়নের প্রতিবাদে যশোরে সাংস্কৃতিক সমাবেশ করেছে যশোর জেলা সংসদ উদীচী শিল্পীগোষ্ঠী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১ আগস্টা) বেলা সাড়ে ১২ টায় শহরের প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করে উদীচী জেলা সংসদ।

উদীচী যশোর জেলা সংসদের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান বুলু, সম্মিলিত সংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, জেলা সাংসদ উদীচীর সহ সভাপতি আমিনুল ইসলাম হিরো প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী এসব হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। শান্তিপূর্ণ আন্দোলন দমনে অনাকাঙ্ক্ষিত বলপ্রয়োগের যে ঘটনা দেখা গেছে, তা কখনোই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কাম্য নয়। তারা আরও বলেন, একই সঙ্গে আন্দোলনের সুযোগ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় যে নজিরবিহীন নাশকতা চালানো হয়েছে, তাও নিন্দনীয়।

সমাবেশে প্রতিবাদী গান-কবিতা পরিবেশন করেন, সুব্রত দাস, মুস্তাহিদ হাসান, শামসুন্নার, সানজিদা সুুমিসহ উদীচীর শিল্পীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হত্যা ও রাষ্ট্রীয় দমনপীড়নের প্রতিবাদে উদীচীর সমাবেশ

সংবাদ প্রকাশের সময় : ০২:৫০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের হত্যা ও রাষ্ট্রীয় দমন-পীড়নের প্রতিবাদে যশোরে সাংস্কৃতিক সমাবেশ করেছে যশোর জেলা সংসদ উদীচী শিল্পীগোষ্ঠী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১ আগস্টা) বেলা সাড়ে ১২ টায় শহরের প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করে উদীচী জেলা সংসদ।

উদীচী যশোর জেলা সংসদের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল হাসান বুলু, সম্মিলিত সংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, জেলা সাংসদ উদীচীর সহ সভাপতি আমিনুল ইসলাম হিরো প্রমুখ।

এসময় বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী এসব হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। শান্তিপূর্ণ আন্দোলন দমনে অনাকাঙ্ক্ষিত বলপ্রয়োগের যে ঘটনা দেখা গেছে, তা কখনোই গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কাম্য নয়। তারা আরও বলেন, একই সঙ্গে আন্দোলনের সুযোগ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনায় যে নজিরবিহীন নাশকতা চালানো হয়েছে, তাও নিন্দনীয়।

সমাবেশে প্রতিবাদী গান-কবিতা পরিবেশন করেন, সুব্রত দাস, মুস্তাহিদ হাসান, শামসুন্নার, সানজিদা সুুমিসহ উদীচীর শিল্পীরা।