সংবাদ শিরোনাম ::
স্বাভাবিক হচ্ছে জনজীবন, চলছে দূরপাল্লার বাস
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:২৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪ ১০১ বার পড়া হয়েছে
কারফিউ শিথিলে স্বাভাবিক হচ্ছে সারা দেশের জনজীবন। চলাচল শুরু করছে দূরপাল্লার বাস। দোকানপাট থেকে সর্বত্রই বেড়েছে মানুষের ভীড়।
বরিশাল থেকে দূরপাল্লার বাস চলাচল মুরু হয়েছে। সেই সাথে চলছে লঞ্চও। এক লঞ্চযাত্রী বলেন, কারফিউ শিথিল হওয়ায় মানুষের চলাচল বেড়েছে। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক।
রংপুরে দোকানপাট-বিপণিবিতান খুলছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে। স্থানীয়রা বলেন, ঘরে বসে থাকলে চলে না। তাই কারফিউ শিথিল হওয়ার আমরা কাজে বেরিয়েছি।
কারফিউ শিথিলে স্বস্তি ফিরেছে বগুড়া ও সিলেটের মানুষের মাঝেও। শুক্রবার ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহনের চাপও কম থাকলে ছেড়েছে দূরপাল্লার বাস।
জনজীবন স্বাভাবিক হচ্ছে রাজশাহীতে। রাজশাহী-ঢাকা রুটের যান চলাচল শুরু করেছে। তবে, বন্ধ রয়েছে ট্রেন চলাচল।