স্বাভাবিক চেহারায় ফিরছে ঢাকা
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৪:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
নাশকতার ক্ষত সারিয়ে স্বাভাবিক চেহারায় ফিরেছে রাজধানী। আগের মতোই ঢাকার সড়কে বেড়েছে ব্যস্ততা। গণপরিবহন চলাচল বেড়ে যাওয়ায় মানুষের চলাচলও বেড়েছে। ফলে স্বাভাবিক চেহারায় ফিরছে মহানগরী।
রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের চিত্রও দেখা গেছে। সীমিত পরিসরে কমিউটার ট্রেন চালানোর কথা থাকলেও যাত্রীদের নিরাপত্তা কথা বিবেচনায় ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিলের দ্বিতীয় দিন ছিলো। এদিন সড়কে ছিলো অসংখ্য মানুষ। যানবাহনের চাপে মোড়ে মোড়ে দেখা যায় যানজট ।
পরিবহন শ্রমিকরা বলেন, ঢাকার সড়কে গণপরিবহন কম বের হলেও, কিছু কিছু জায়গায় ব্যারিকেডের কারণে সড়ক ছোট হয়ে গেছে। এর ফলে কয়েকটি এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় ।
এর আগে, সরকারি চাকরিতে কোটা আন্দোলন ঘিরে সারাদেশে ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। হামলা, লুটপাট চলে রাষ্ট্রীয় ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে। নাশকতাকারীদের হাত থেকে রক্ষা পায়নি আধুনিক গণপরিবহন ব্যবস্থা মেট্রোরেল।
নাশকতা ও সহিংসতার মধ্যে গত শুক্রবার রাত থেকে সারা দেশে কারফিউ জারি করা হয়। মোতায়েন করা হয় সেনা। ঘোষণা করা হয় সাধারণ ছুটি।
তবে, কারফিউ জারির একদিন পর কিছু সময় করে শিথিল করা হয়। বুধবার (২৪ জুলাই) থেকে খুলে দেওয়া হয়েছে সরকারি-বেসরকারি অফিস-আদালত।
ঢাকায় বুধ ও বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। এই সময় মানুষের কাজে অংশগ্রহণ ব্যাপকভাবে বেড়ে যায়। রাজধানীতে সৃষ্টি হয় তীব্র যানজট।